রাতুল ( ratul ) নামের এই লোকটি (কুলাঙ্গার , প্রতারক ) গত ০২ তারিখ (০২ – ১২ – ২০২২ ) আমাদের থেকে একটি মেয়ে হায়ার করে ট্যুর এর জন্য কক্সবাজার নিয়ে যায় সাথে করে । আমরা মেয়েটিকে পাঠাই তার কথা মতো ফার্মগেট এ , সেখান থেকে সাথে করে নিয়ে যায় সন্ধ্যায় ৮ তার সময়।
তার পর দিন বিকেলে গার্ল আমাদের কল করে এন্ড বলে যে , এই লোকটি রাতে আরো ২ জন সহ গার্ল এর সাথে জোর করে কাজ করে। কথা ছিলো একজন করবে। এতে মেয়েটি কিছুটা অসুস্থ হয়ে যায়।
এন্ড বিচ এ ঘুরতে যাবে বলে বাইরে নিয়ে আসে , মেয়েকে বিচ এ বসিয়ে হটাৎ চলে যায়। অনেকসময় অপেক্ষা করে তাদের আর না পেয়ে কল করে কিন্তু নম্বর অফ পায়। পরে হোটেল এ যায় এন্ড দেখে তারা হোটেল এ ও নাই।
মেয়েকে তার কোনো টাকা দেয়নি। এ জোর করে ৩ জন কাজ করেছে ধর্ষণে মতো। আমরা ছেলেটিকে খুঁজছি।
আপনারা কোথাও দেখলে তাকে ধরে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ থাকলো।
মেয়েটির মাধ্যমে আমরা জানতে পারি , ২ জন মিলে ধর্ষণ করার পর তারা নিজেরাই বলাবলি করছে যে এমন অনেকজনকেই তারা এমন করেছে। তাদের অনেক গার্ল ফ্রেন্ড দের কেও এভাবে ধর্ষণ করেছে এন্ড ভিডিও করে রেখেছে , যেন ওই মেয়েরা মুখ খুলতে না পারে। এই হলো কুলাঙ্গার রাতুল অবস্থা। আমরা খুব শিগ্রই এই ছেলেকে বের করে তার শাস্তির ব্যবস্থা করবো।
বাংলাদেশ এর সকল এসকর্ট সার্ভিস প্রোভাইডার দের বলছি , আপনারা এই ছেলেটিকে চিনে রাখুন। একে কখনো কোনো মেয়ে পাঠাবেন না। আর সকল মেয়েদের বলছি , কখনো এই ছেলের ফাঁদে পা দিবেন না। এই ছেলেটি খুব খারাফ।
তার মোবাইল নম্বর – 01908 38 9113 .
আমরা এই পোস্টটি বিভিন্ন গ্রুপ এ শেয়ার করে সবাইকে জানাচ্ছি। আপনারাও শেয়ার করুন।